25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রায় পাঁচ বছর আগে করোনা মহামারির কঠিন সময়ের মধ্যে ঘরবন্দি অবস্থায় তৈরি হয়েছিল জয়া আহসান অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘জয়া আর শারমিন’। সেই দুর্বিষহ সময়ের মানুষের অভ্যন্তরীণ সংগ্রাম ও অনুভবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই সিনেমা, যা আগামী ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে—এমনটাই নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

সিনেমাটির পরিচালনা করেছেন বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান, যিনি এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র Hasina: A Daughter’s Tale-এর জন্য পরিচিতি পান। এই সিনেমায় তিনি জয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনার দায়িত্বও পালন করেছেন। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার।

সম্প্রতি প্রকাশিত ট্রেলার ইতোমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন,

এটি দুজন নারীর অচেনা ভুবনের গল্প। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। অদ্ভুত এক সময়ে শুট করা ছোট্ট একটি সিনেমা হলেও, আমি মনে করি এটি দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।

পরিচালক পিপলু আর খান বলেন, “ছোট একটি টিম নিয়ে, গভীর আবেগ ও মমতা দিয়ে এই সিনেমা বানানো হয়েছে। কোভিডের সময় এক বাড়িতে আটকে পড়া দুই নারীর বন্ধুত্ব, ভয়, সাহস এবং ভাঙনের গল্প এটি। বাইরের বাস্তবতা ধীরে ধীরে ভেতরের সম্পর্ককে নড়বড়ে করে তোলে।”

মাত্র ১৫ দিনে সীমিত পরিসরে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। অভিনয়ে ছিলেন জয়া আহসান, মহসিনা আক্তার এবং তানজিম সাইয়ারা তটিনী। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ‘জয়া আর শারমিন’ জয়া আহসানের অভিনয়জীবনে একটি নতুন মাত্রা যোগ করবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...