24 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

অভ্যন্তরীণ লেনদেন বিধি লঙ্ঘনের অভিযোগে আদানির বিরুদ্ধে তদন্ত করছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) আদানি গ্রুপের বেশ কয়েকটি কোম্পানির পরিচালক এবং গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির ভাইপো প্রণব আদানির বিরুদ্ধে সংবেদনশীল তথ্য শেয়ার করার অভিযোগ এনেছে, যা অভ্যন্তরীণ লেনদেন প্রতিরোধ সংক্রান্ত নিয়ম ভঙ্গের শামিল বলে দাবি করেছে সংস্থাটি। রয়টার্স পর্যালোচিত একটি নথিতে এই তথ্য উঠে এসেছে।

সূত্র ও উক্ত নথি অনুযায়ী, ২০২১ সালে আদানি গ্রিনের সফটব্যাঙ্ক-সমর্থিত এসবি এনার্জি হোল্ডিংস অধিগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে প্রণব আদানি তাঁর শ্যালক কুনাল শাহকে এই সংবেদনশীল তথ্য জানিয়ে দেন। ওই বছরের মধ্যেই সেবি প্রণব আদানিকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

রয়টার্সকে প্রণব আদানি ই-মেইলে জানিয়েছেন, তিনি অভিযোগ অস্বীকার বা স্বীকার না করেই এই মামলার নিষ্পত্তি করতে চান, যাতে বিষয়টির ইতি টানা যায়। তিনি জোর দিয়ে বলেন, কোনো সিকিউরিটিজ আইন তিনি লঙ্ঘন করেননি।

বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র জানায়, নিষ্পত্তির শর্তাবলি নিয়ে আলোচনাও চলছে। তবে বিষয়টি এখনও গোপনীয়।

আদানি গ্রুপের জন্য এটি সাম্প্রতিক আরেকটি বড় চ্যালেঞ্জ। এর আগে ২০২৪ সালে, গৌতম আদানি ও আদানি গ্রিনের দুই নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ ভারতীয় বিদ্যুৎ সরবরাহ চুক্তি অর্জনের ক্ষেত্রে ঘুষ দেওয়ার অভিযোগ তোলে, যা মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছিল বলে দাবি করা হয়। আদানি গ্রুপ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে।

সেবির তদন্ত নথিতে বলা হয়, প্রণব আদানি এসবি এনার্জি অধিগ্রহণ সংক্রান্ত অপ্রকাশিত সংবেদনশীল তথ্য (UPSI) কুনাল শাহের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, যা ২০২১ সালের অভ্যন্তরীণ লেনদেন বিধিমালার লঙ্ঘন। কল রেকর্ড ও লেনদেনের ধরণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছায় সেবি।

তদন্তে আরও জানা গেছে, কুনাল শাহ ও তার ভাই নরুপাল শাহ আদানি গ্রিনের শেয়ার লেনদেন করে প্রায় ৯০ লাখ রুপি (১.০৮ লাখ মার্কিন ডলার) অবৈধভাবে লাভ করেন।

তবে শাহ ভাইয়েরা তাদের আইনজীবী মারফত দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, তাঁরা কোনো সংবেদনশীল তথ্যের ভিত্তিতে লেনদেন করেননি এবং তাঁদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট তথ্য আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

রয়টার্সের মন্তব্যের অনুরোধে সেবি কোনো সাড়া দেয়নি।

উল্লেখ্য, আদানি গ্রিন ২০২১ সালের ১৭ মে ৩.৫ বিলিয়ন ডলার মূল্যের বিনিময়ে এসবি এনার্জি অধিগ্রহণ করে, যা ভারতের নবায়নযোগ্য শক্তি খাতে সর্ববৃহৎ চুক্তি হিসেবে বিবেচিত হয়।

সেবির দাবি অনুযায়ী, ২০২১ সালের ১৬ মে’র দুই-তিন দিন আগে থেকেই প্রণব আদানি এই সম্ভাব্য অধিগ্রহণ সম্পর্কে জানতেন।

সূত্র আরও জানায়, সেবি কুনাল ও নরুপাল শাহকেও নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিল, তবে তাঁরা সেটি অস্বীকার করেন—কারণ প্রস্তাবিত শর্তগুলো তাঁদের কাছে অত্যন্ত কঠোর মনে হয়।

প্রণব আদানির নিষ্পত্তি প্রস্তাব সেবির চলমান নিষ্পত্তি প্রক্রিয়া পর্যালোচনা শেষ হলে বিবেচনায় নেওয়া হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...