28 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

বাংলাদেশ সফর অনিশ্চিত: কূটনৈতিক টানাপোড়েনে ভারতীয় দলের সফর নিয়ে শঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক :

চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের। ছয়টি ম্যাচই আয়োজনের পরিকল্পনা রয়েছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা) ও চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

তবে ভারত-পাকিস্তান বিরোধ এবং বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কারণে এই সফর অনিশ্চয়তায় পড়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া

পত্রিকাটির সূত্র বলছে, “এই সফর আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের অংশ হলেও এখনো কিছুই চূড়ান্ত নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে না, সেই সম্ভাবনাই বেশি। কারণ, বিসিসিআই এখনো সফর নিয়ে কোনো প্রস্তুতি শুরু করেনি।”

টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে শুধু সিরিজ অনিশ্চয়তার কথাই নয়, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে তারা বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের একটি ফেসবুক মন্তব্যকে উদ্ধৃত করেছে, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

ফেসবুক পোস্টে ফজলুর রহমান লেখেন, “ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করা। সেই লক্ষ্যে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা দরকার।”

এই মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে পুরো সফর বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই মনে করছেন, এই বিতর্কিত মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ হারিয়েছে।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট করেছে, মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের মন্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। বিবৃতিতে বলা হয়, “এই বক্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতিকে প্রতিফলিত করে না। সরকার এই মন্তব্যকে অনুমোদন করে না কিংবা সমর্থনও করে না।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অনুরোধ জানিয়েছে, যেন ওই ব্যক্তিগত মন্তব্যকে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে না মেলানো হয়। বাংলাদেশ সরকার শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

টাইমস অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। কারণ, ভারত সরকার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি কঠোর কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। এর ফলে ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ আয়োজন শিগগিরই সম্ভব হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতে। আগস্টে বাংলাদেশ সফর শেষে সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও চলমান কূটনৈতিক বাস্তবতায় তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...