27 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত একটি সমাবেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিচার চলাকালীন দলের রাজনৈতি ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস পরও আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এটি আমাদের সমষ্টিক ব্যর্থতা।” তিনি উল্লেখ করেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে এবং ২০১৩ সালে শাপলা চত্বরে নিরাপদ আলেম সমাজের ওপর গণহত্যা চালিয়েছে। একইভাবে, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও গণহত্যার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন। তাদের গণহত্যার বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অযোগ্যতা ঘোষণা করতে অক্ষম এবং সরকারের সমর্থনে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি জাতিসংঘের প্রতিবেদন উল্লেখ করে বলেন, “শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ১৪০০ জন মানুষকে হত্যা করেছে।”

এছাড়া, তিনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান এবং বলেন, “বিচার চলাকালীন তাদের দলীয় কর্মকাণ্ড আইন দ্বারা নিষিদ্ধ করতে হবে।” তিনি একে আরও স্পষ্ট করে বলেন, “আমরা জুলাই সনদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে বলেছি।”

এনসিপির আহ্বায়ক দাবি করেন, তাদের আন্দোলনে দেশবাসীর আস্থা অব্যাহত থাকবে এবং আগামীতে এনসিপি জনগণের কাছে আরও শক্তিশালীভাবে পৌঁছাবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবং অন্যান্য নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...