Your Ads Here 100x100 |
---|
যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে পরাজয়ের পর আবেগঘন মন্তব্য করেছেন ডিউক অব সাসেক্স হেনরি চার্লস আলবার্ট ডেভিড, যিনি প্রিন্স হ্যারি নামে পরিচিত। মামলার রায় ঘোষণার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আকাঙ্ক্ষা থাকলেও নিরাপত্তার বিষয়টি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (২ মে) লন্ডনের আপিল আদালত তার মামলার রায় ঘোষণা করে। এতে বলা হয়, হ্যারিকে যুক্তরাজ্য সফরের সময় আগের মতো পূর্ণ পুলিশি নিরাপত্তা দেওয়া হবে না। আদালত যুক্তি দেয়, প্রিন্স হ্যারি রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার অবস্থানে পরিবর্তন এসেছে, এবং তিনি এখন যুক্তরাজ্যের বাইরে, যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
রায়ের পর হ্যারি বলেন, “আমি আমার পরিবারের সঙ্গে মিলিত হতে চাই। কিন্তু আইনি লড়াইয়ের আর মানে হয় না। জীবন মূল্যবান।”
প্রিন্স হ্যারি আরও বলেন, “আমার বাবা (রাজা চার্লস) আমার সঙ্গে কথা বলেন না। নিরাপত্তা নিয়ে জটিলতার কারণে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি না, বাবা আর কতদিন বাঁচবেন, তাই আমি এখন শান্তি চাই।”
প্রসঙ্গত, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগান মার্কেল ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হ্যারি। এরপর থেকে তার নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত বারবার আলোচনায় এসেছে।
আইনজীবীদের দাবি ছিল, হ্যারিকে ‘অযৌক্তিক ও নিম্নমানের’ নিরাপত্তা দেওয়া হয়েছে, যা পক্ষপাতমূলক। তবে আদালত সেই অভিযোগ খারিজ করে দেয়।
সাক্ষাৎকারে হ্যারি জানান, রাজপরিবারের কিছু সদস্যের সঙ্গে তার মতভেদ রয়েছে, তবে তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে স্ত্রী মেগান ও সন্তানকে নিয়ে রাজপরিবারে ফেরা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।