Your Ads Here 100x100 |
---|
অনলাইন ডেস্ক :
শনিবার (৩ মে) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বজ্রপাত ও ঝড়ের সময় করণীয়:
-
বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করুন।
-
জানালা ও দরজা বন্ধ রাখুন।
-
জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলুন।
-
গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
-
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
-
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন।
-
জলাশয় থেকে অবিলম্বে উঠে আসুন।
-
বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।
-
শিলাবৃষ্টির সময় ঘরের ভিতরেই অবস্থান করুন।