26 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ: উত্তেজনার মধ্যে কৌশলগত সক্ষমতা প্রদর্শন পাকিস্তানের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার (৩ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ‘আবদালি’ নামের স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘আবদালি উইপন সিস্টেম’ পাকিস্তানের সামরিক মহড়া ‘ইন্ডাস’-এর অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের অপারেশনাল প্রস্তুতি যাচাই, ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং ম্যানুভারেবিলিটি বা চালনক্ষমতা সম্পর্কিত বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে গুরুত্বপূর্ণ কারিগরি সক্ষমতা নিরূপণ করা।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে হয়েছে, যখন ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এতে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার প্রতি তাঁদের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর চালানো এক হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। এই ঘটনার পর দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নয়াদিল্লি পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া। তবে পাকিস্তান হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে এবং ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...