Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ অন্তত ৫৮ জন নিহত হয়েছিলেন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার বেলা ১১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যতবার আমি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি, ততবারই শাপলা চত্বরে গণহত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের হয়ে চালানো সেই তদন্তের কথা মনে পড়ে। যখন সারা বিশ্ব মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে অনিশ্চয়তায় ছিল, তখন ঢাকায় বিবিসির সাবেক সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে আমি কঠিন সেই কাজ হাতে নিয়েছিলাম। আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে, দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ অন্তত ৫৮ জন প্রাণ হারিয়েছিলেন।”
তিনি আরও জানান, “দুই সপ্তাহজুড়ে তদন্তকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা, হাসপাতালের নথিপত্র বিশ্লেষণ, নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ এবং দাফনের প্রমাণ খুঁজে বের করার কাজ করতে গিয়ে আমাকে সবসময় আতঙ্কে থাকতে হয়েছে—নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ভয় তাড়া করত প্রতিনিয়ত।”
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “নিরাপত্তাজনিত কারণে তখন কখনও নিজের কাজের কৃতিত্ব দাবি করতে পারিনি। তবে যখন দেখি, কোনও সহকর্মী সাংবাদিক আমার গবেষণা ও অনুসন্ধানকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করছেন, তখন সত্যিই তা আনন্দ দেয়।”