26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে জটিলতা বাড়ে: ফরিদুজ্জামান ফরহাদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট (এনপিপি)-এর চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আশা করি, আপনি এমন একটি নির্বাচনের আয়োজন করবেন, যাতে মানুষ ১৫ বছর পর বলতে পারে—এমন নির্বাচন আমরা আগে দেখিনি। যেখানে কেউ আমার ভোটে জোর খাটাতে পারেনি, কেউ অর্থ দিয়ে কিনে নিতে পারেনি। আমি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি এবং সেই ভোটের মাধ্যমে সরকার গঠন হয়েছে।”

শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনপিপির সংলাপে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১১ জন নেতা এতে অংশ নেন।

সংলাপের সূচনা বক্তব্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি এই আশায় যে, দেশের মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটি বৈধ ও প্রতিষ্ঠিত সরকার গঠিত হয়—এ লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬ দফা প্রস্তাবনার মধ্যে এনপিপি ১১২টিতে সম্মতি দিয়েছে। ২৬টি প্রস্তাবে দলটি একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে।

সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা দিতে আমাদের লক্ষ্য হলো নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তুলে একটি জাতীয় সনদ প্রণয়ন করা। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা জাতি ও রাষ্ট্র হিসেবে আমাদের অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র বিনির্মাণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে আমরা একমত হতে পারব—এটাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যাশা।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...