26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

কান উৎসবে আলিয়ার প্রথম পদচারণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান’-এর লাল গালিচায় পা রাখতে চলেছেন বলিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। তবে এই যাত্রা কেবল তারকা-জাকজমক নয়—পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আত্মপ্রকাশের নেপথ্য গল্প।

বিখ্যাত সৌন্দর্যচর্চা ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এ বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন আলিয়া। সঙ্গে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন—প্রাক্তন বিশ্বসুন্দরী, যিনি বহু বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এমনই জানিয়েছে এনডিটিভি।

কান-অভিষেকের ঠিক আগে এক সাক্ষাৎকারে আবেগ মেশানো কণ্ঠে আলিয়া বলেন,

প্রথম অভিজ্ঞতার মাঝে সবসময় এক অজানা কাঁপুনি থাকে, এক মুগ্ধতা লুকিয়ে থাকে। আর কান উৎসবে আমার প্রথম অংশগ্রহণ যেন সেই মুগ্ধতাকে আরও গাঢ় করে তুলছে। ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে গর্বের।

তিনি আরও বলেন,

সৌন্দর্য আমার কাছে শুধু বাহ্যিক কিছু নয়—এটি আত্মবিশ্বাস, স্বাতন্ত্র্য এবং আত্মমর্যাদার প্রকাশ। আমি গর্বিত এমন একটি প্ল্যাটফর্মের অংশ হতে পেরে, যারা নারীর নিজস্ব আলোয় উদ্ভাসিত হওয়ার যাত্রাকে সম্মান জানায়।

আলিয়ার পেশাগত সূচিও কম ব্যস্ত নয়। সামনে রয়েছে বড় বাজেটের একাধিক প্রকল্প। তার মধ্যে ‘আলফা’ নামের একটি উচ্চাভিলাষী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই বছরের ২৫ ডিসেম্বর। পরিচালনায় রয়েছেন শিব রাওয়াইল।

এছাড়াও সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে বহুল আলোচিত ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এবং অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন তিনি, যা দর্শকদের মাঝে ইতিমধ্যে কৌতূহলের ঢেউ তুলেছে।

উল্লেখ্য, ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে এ বছরের কান চলচ্চিত্র উৎসব। ল’রিয়েল প্যারিস-এর বৈশ্বিক অ্যাম্বাসেডরদের মধ্যে আরও যারা অংশ নিচ্ছেন তারা হলেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট। 

আলিয়ার এই যাত্রা যেন কেবল একটি সফর নয়, বরং নিজেকে আর একবার নতুনভাবে আবিষ্কারের এক নীরব আহ্বান।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...