26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গী দুই পুত্রবধূ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

চার মাস পর আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-২০২-এ করে তিনি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

রবিবার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেটগামী ফ্লাইটে উঠবেন খালেদা জিয়া। বিমানটি সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং যাত্রী নামিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।

বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সমকালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় কাইয়ুম চৌধুরী জানান, নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থেকে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। দলের পক্ষ থেকে কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাঁর সঙ্গে দেখা করতে পারেন বলেও তিনি জানান।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে পৌঁছে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং টানা ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ২৫ জানুয়ারি তাঁকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসা চলতে থাকে।

বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন, ফ্লাইটটি লন্ডন থেকে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে এবং সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...