26 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

নাটকের মঞ্চ পেরিয়ে খেলার মাঠে তাসনুভা তিশা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ছোটপর্দার অন্যতম দর্শকপ্রিয় মুখ তাসনুভা তিশা—সাধারণত যিনি মুগ্ধ করেন পর্দার আবেগময় চরিত্রে, এই মুহূর্তে নিজেকে ব্যস্ত রেখেছেন এক ভিন্ন মঞ্চে। নাটক কিংবা সিনেমার আলোচনায় নয়, তিনি এখন আলোচিত ক্রিকেট খেলার মাঠে।

দুই বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তারকাখচিত এই আসরকে ঘিরে ইতোমধ্যেই দলগুলো তাদের অনুশীলনে নেমে পড়েছে। মাঠে শুরু হয়েছে পরিচিত মুখের আনাগোনা, এবং সংবাদমাধ্যমে মুখোমুখি হচ্ছেন অনেক তারকাই। এদের ভিড়ে ছিলেন তাসনুভা তিশা—চোখে একরকম উচ্ছ্বাস, যেন পুরানো কোনো শখ আবার প্রাণ ফিরে পেয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি শৈশবের ক্রিকেট খেলার স্মৃতিচারণ করতে গিয়ে জানান এক অন্যরকম অনুভবের কথা।

“এই পরিবেশে ফিরে ভালো লাগছে খুব। সবাই পরিচিত মুখ, পরিচিত হাসি। আগেরবার অংশ নিতে পারিনি। তখন শরীর ঠিক ছিল না। ফেসবুকে দেখতে পেতাম— সবাই খেলছে। মনের ভেতর তখন একটা খচখচানি ছিল। এবার আর মিস করছি না।”

তিশা বলেন,

“ছোটবেলায় খুব খেলতে ইচ্ছে করত, কিন্তু আমার ব্যাট ছিল না। ছেলেরা তাই খেলাত না আমাকে। এখনো তেমন খেলার সুযোগ হয় না, কিন্তু যতটুকু সুযোগ পাই, উপভোগ করি।”

তার কথায় ফুটে ওঠে খেলার প্রতি এক আন্তরিক ভালোবাসা—

“জানি, আমি খেলায় জিতি না, তবে যেখানেই থাকি, চেষ্টা করি সেই জায়গাটায় নিজের সেরাটা দিতে। এমনকি যদি শুধু ফিল্ডিংও করি, তবুও সেটার ভেতরেও আমি মন দিয়ে থাকি।”

এই মৃদু স্বরে উচ্চারিত কথাগুলোর ভেতরেই যেন লুকিয়ে রয়েছে এক কিশোরী সময়ের না-পাওয়া, আর বর্তমান সময়ের ছোট্ট ছোট্ট পাওয়া নিয়ে মুগ্ধ থাকা।

ব্যক্তিজীবনের বাঁকগুলোতেও রঙিন মুহূর্তের পাশাপাশি ছিল কিছু ছায়াময় অধ্যায়। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফারজানুল হককে। সেই সংসারে এসেছিল এক কন্যা ও এক পুত্রসন্তান। কিন্তু ২০১৮ সালে চার বছরের সংসার জীবনের ইতি টানেন এই অভিনেত্রী।

এরপর একা থেকেছেন কিছুদিন, থেকেছেন দুই সন্তানের একক অভিভাবক হয়ে। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় ২০২২ সালে, আজগর নামের এক যুবকের সঙ্গে নতুন সম্পর্কে আবদ্ধ হয়ে। তাদের বন্ধুত্বের রেশ গিয়েছিল বিয়ের বাঁধনে, আর বর্তমানে সন্তান ও স্বামীকে নিয়ে তাসনুভা তিশার জীবন এক নতুন ছন্দে বাঁধা।

আর অভিনয়? সেটিও চলছে সমানতালে—কিন্তু এই মুহূর্তে অভিনয়ের বাইরেও যে খেলছে তার হৃদয়, সেটা স্পষ্ট বোঝা যায় তার কথামালার ভেতর দিয়ে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...