Your Ads Here 100x100 |
---|
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি মো. হাসানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নগরের বাকলিয়া এক্সেস রোডে এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। সে মামলার প্রধান আসামি মো. হাসান।
নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে শুক্রবার (২ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়।
মো. হাসান বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।
বাকলিয়া থানা পুলিশ জানায়, জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া আসামি হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে ড্রেসিং টেবিলের পিছনে লুকিয়ে রাখা শপিং ব্যাগ থেকে ২টি ম্যাগাজিন, ২টি গুলি ও ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ৬টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।
হামলার পেছনে দুটি উদ্দেশ্য ছিল-বায়েজিদ বোস্তামি ও আশপাশের এলাকার অপরাধীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে গ্রেফতারের প্রতিশোধ নেয়া।
এ ঘটনায় খুনের শিকার বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল সন্ধ্যায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ২৯ মার্চ রাতে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় একাধিক মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে নগরীর চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। তখন সন্ত্রাসীদের গুলিবর্ষণে দুজন নিহত ও দুজন আহত হন। নিহতরা হলেন বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ।