Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার রাখাইনে ‘মানবিক করিডর’ প্রদানের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে দিতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে আমি বলব, এ ধরনের করিডর প্রদান উচিত নয়।”
শুক্রবার (২ মে) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব মন্তব্য করেন।
এসময় ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচিত সরকার দাবি করেন। তিনি বলেন, “এই সরকারকে উৎখাত করার জন্য ক্রমাগত নির্বাচনের দাবি উঠছে। এতে এই সরকারের টিকে থাকা সম্ভব নয়।”
সরকারের সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অভিপ্রায় বুঝতে হবে।” তিনি আরও বলেন, “সরকারকে জনগণের কাছে যেতে হবে। আমরা আশা করেছিলাম, গণ-অভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার জনগণের কাছে যাবে, কিন্তু তারা তা করেনি।”
তিনি সরকারের ব্যাপারে বলেন, “সরকারের পক্ষ থেকে অনেক কমিশন বসানো হয়েছে, যারা ঢাকা শহরে বসে আলোচনা করেছেন, কিন্তু তারা জনগণের কথা শোনেনি। যদি জনগণকে আমরা অস্বীকার করি, তাহলে কীভাবে নতুন বাংলাদেশ গড়া সম্ভব?”
সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে ফরহাদ মজহার বলেন, “যারা আইন ও রাজনীতি বোঝেন কিন্তু দল বুঝেন না, তাদের আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাব।”
তিনি আরও বলেন, “গণপরিষদ বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে আলোচনা করবে এবং পূর্ণাঙ্গ খসড়া পাস করার পর গণভোট অনুষ্ঠিত হবে। যদি জনগণ তাতে সম্মতি জানায়, তা হলে সেটি নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে, এবং সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকারের নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।”
মতবিনিময়ে বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস উপস্থিত ছিলেন।