Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন, যে কেউ “জুলাই বিপ্লব” এর জন্য নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের প্রশ্নে জীবন দেয়নি। তিনি আরো বলেন, হেফাজত ইসলাম নারীবাদ নিয়ে প্রশ্ন তুলেছে, এবং তিনি সরকারকে এই বিষয়ে কঠোরভাবে সমালোচনা করেন। মাহমুদুর রহমান বলেন, “আমি ড. ইউনূস সরকারকে প্রশ্ন করতে চাই, কেন তারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছে? আমি বলতে চাই, নারী কমিশন গঠনের জন্য ‘জুলাই বিপ্লব’ এর সঙ্গে কোন সম্পর্ক নেই।”
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “হেফাজত ইসলাম যাদের জীবন দিয়েছে, তারা এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্যই জীবন দিয়েছিল। কাজেই যারা বর্তমান সরকারে আছেন, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না দেয়ার ব্যবস্থা করা।”
মাহমুদুর রহমান সরকারকে স্মরণ করিয়ে দেন যে, তাদের কাজ শুধু দেশের সংস্কারের মাধ্যমে এই ফ্যাসিবাদকে বন্ধ করা। তিনি আরো বলেন, “এছাড়া, অপ্রয়োজনীয় কমিশন তৈরি করে রাষ্ট্রের সময় এবং সম্পদ নষ্ট করা উচিত নয়।”
হেফাজত ইসলামের প্রতি তার অনুরোধ, “আপনারা নারীবাদ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বৃহত্তর আন্দোলন থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং ইসলামের জন্য।”
তিনি আলেমদের একত্রিত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।”