26 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

নেইমারের থেকে বিশেষ উপহার পেলেন অভিনেতা পলাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ পেলেন এক অসাধারণ সম্মাননা—বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমার জুনিয়রের ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার।

সম্প্রতি নেইমার প্রতিষ্ঠিত Neymar Jr. Institute থেকে পলাশকে পাঠানো হয়েছে একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি বিশেষ বস্তু এবং একটি জার্সি। এই উপহারটি পলাশের হাতে তুলে দেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া, যিনি বর্তমানে সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন।

পলাশ শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, রবিন মিয়া তাঁকে উপহারটি দিচ্ছেন এবং বোতলটির বিশেষত্ব তুলে ধরছেন। রবিন জানান, বোতলটি ব্রাজিল থেকে সরাসরি আনা হয়েছে এবং এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট ও বিশেষ মানুষের জন্যই তৈরি করা হয়েছে।

রবিন বলেন,

“পলাশ এই বিশেষ উপহার ডিজার্ভ করেন, কারণ সে ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ একজন ভক্ত। আল্লাহ চাইলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছেও নিয়ে যাব।”

পলাশ নিজেও একজন সমাজসেবী। তিনি বলেন,

“রবিন ভাই জানতেন আমি সমাজের জন্য কাজ করি। তিনি বিষয়টি নেইমারকে জানিয়েছেন, এবং নেইমারও এতে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন যে বোতলটি তৈরি করেছে, তার ওপর যে কারুশিল্প আছে, সবটাই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তৈরি। এটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল।”

উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট মূলত ব্রাজিলের একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা–নির্ভর বিকাশে কাজ করে। আন্তর্জাতিক পরিসরেও এদের কার্যক্রম ছড়িয়ে রয়েছে। সেই ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন সমাজকর্মী রবিন মিয়া।

এই উপহার শুধু একটি বস্তু নয়—এটি দুই দেশের সংস্কৃতি, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অপূর্ব সংযোগ হিসেবে বিবেচিত হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...