26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া এলাকায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ মে) দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি মারুফ হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকার আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ ও রহিম মিয়া নিজপাড়া এলাকার জহুরুলের বাড়িতে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে কাজ করছিলেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে মারুফ ঘটনাস্থলেই মারা যান। রহিম মিয়া অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়ার পর তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মারুফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, “স্থানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা একজনের মরদেহ উদ্ধার করি। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সেপটিক ট্যাংক বা গ্যাসের চেম্বারে কাজ করার সময় নিরাপত্তা প্রটোকোল মানা হয় না বলেই বারবার এমন দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরেই দেশের বিভিন্ন স্থানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এবারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

মারুফ হোসেনের পরিবারের পক্ষ থেকে দাবি উঠেছে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও কাজের মালিকের অবহেলার কারণে এই মৃত্যু ঘটেছে। তারা দ্রুত ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা নির্মাণক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট সকলের প্রতি জরুরি নির্দেশনা পালনের তাগিদ দিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...