26 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নে বিভোর আরেক প্রবাসী তারকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এখন এক নতুন ধারা—প্রবাসী ফুটবলারদের জোয়ার। জামাল ভূঁইয়া, তারিক কাজী, কাজেম শাহদের দেখানো পথ ধরে সর্বশেষ জাতীয় দলে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। আর তার প্রভাবেই এবার বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম।

সামিত জানিয়েছেন,

“বাংলাদেশের ফুটবল এখন অনেক উন্নত। আমি দেখেছি হামজা চৌধুরীর মতো বড় খেলোয়াড় বাংলাদেশ দলে খেলছে। তখনই ভাবলাম, সে পারলে আমি কেন নয়! তারিক কাজী, জামাল ভাইদের আগেই চিনতাম। আমিও সবসময় বাংলাদেশের হয়ে খেলার জন্য অপেক্ষা করছিলাম।”

আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। সব প্রক্রিয়া ঠিকঠাক চললে সেই ম্যাচেই অভিষেক হতে পারে সামিতের।

পাসপোর্টের অপেক্ষায় সামিত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরই মধ্যে সামিতের পক্ষে অনাপত্তিপত্র পেয়েছে কানাডা ফুটবল ফেডারেশন থেকে। এখন শুধু অপেক্ষা বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার। এরপরই ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। ফিফার ক্লিয়ারেন্স পেলে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নেটিজেনদের ভালোবাসায় আপ্লুত সামিত
সামিতের বাংলাদেশের হয়ে খেলার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের ফুটবলপ্রেমীরা।

প্রবাসীদের আগ্রহে আশার আলো ফুটবলাঙ্গনেতরুণ এই ফুটবলার বলেন,

“খুব বেশি সাড়া পাচ্ছি। মানুষ অনেক ভালোবাসা দেখাচ্ছে। আমি খুব খুশি।”

এক সময় যেখানে জাতীয় দলে জায়গা পেতেন শুধুমাত্র ঘরোয়া লীগে খেলা ফুটবলাররা, সেখানে এখন প্রবাসী ফুটবলারদের আগমনে বাড়ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ও গুণগত মান। সামিত সোমের মতো তরুণদের আগমনে নতুন করে আশাবাদী দেশের ফুটবল ভক্তরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...