Your Ads Here 100x100 |
---|
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি :
গত ২ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী মেইন পিলার ৮২৫/১-এস এর নিকটস্থ একটি ভারতীয় চা বাগানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন মো. মাহফুজ ইসলাম ইমন (১৬), পিতা- মো. মোস্তাফিজ, লালমনিরহাট জেলার পাটগ্রামের রহমতপুর গাটয়ারভিটা গ্রামের বাসিন্দা। আর একজন মো. সাজেদুল ইসলাম (২২), পিতা- মো. সাইফুল ইসলাম, বগুড়া জেলার মহাস্থান ইউনিয়নের বাসিন্দা।
বিএসএফ’র দাবি অনুযায়ী, তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে টিকটক ভিডিও ধারণ করছিলেন। স্থানীয় জনগণ ঘটনাটি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর ধবলসূতি বিওপিকে জানালে বিজিবি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করে। বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং আটকের কারণ হিসেবে সীমান্ত লঙ্ঘন ও ভিডিও ধারণকে উল্লেখ করে।
বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফ’র জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পর ৩ মে রাত ১:৫৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে দুই নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের সাথে কোনো দুর্ব্যবহার করা হয়নি এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সুষ্ঠুভাবে প্রত্যর্পণ করা হয়েছে।
উভয় নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তরের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ উপস্থিত ছিল। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং সীমান্ত অতিক্রম না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়। বিজিবি’র পক্ষ থেকে এলাকাবাসীকে সীমান্তের শূন্য লাইন এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।
বিজিবি’র মুখপাত্র ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা আখ্যায়িত করে বলেন, “সীমান্ত নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত সমন্বয় রয়েছে। আমরা জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সীমান্ত আইন মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”
এই ঘটনায় দুই দেশের সীমান্তপ্রহরী বাহিনীর দ্রুত সমন্বয় ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। তবে সীমান্ত এলাকার যেকোনো অসতর্ক চলাচল গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।