Your Ads Here 100x100 |
---|
চলতি আইপিএলে নিজেকে হারিয়ে খুঁজছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। বল হাতে আগের সেই ধার যেন আর নেই। তারই প্রমাণ পাওয়া গেল শুক্রবার (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, যেখানে গুজরাট টাইটান্সের এই তারকা স্পিনারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিংয়ের দিন কেটেছে।
এই ম্যাচে মাত্র ৩ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেন রশিদ, কোনো উইকেটও পাননি। নিজের প্রথম ওভারে ২ ছক্কায় দেন ১৫ রান। দ্বিতীয় ওভারে একটি ছক্কা ও একটি চারে দেন ১৪ রান। আর তৃতীয় ওভারে ছিল চরম দুঃস্বপ্ন—হজম করেন ৩ ছক্কা, ওভার থেকে উঠে আসে ২১ রান।
১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার সবচেয়ে খরুচে বোলিং পারফরম্যান্স, যেখানে ওভারপ্রতি রান ছিল ১৬.৬৬। এর আগে, ২০২3 আইপিএলে বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে ২৫ রান দিয়ে রশিদ করেছিলেন সবচেয়ে বাজে বোলিং। ওভারপ্রতি রান ছিল ১৫।
আরেকটি বিশেষ দিক হলো, রশিদ খান এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ বা তার বেশি রান দিয়েছিলেন ৭ বার, কিন্তু প্রতিবারই সেটা ছিল ৪ ওভারে। এবার প্রথমবারের মতো মাত্র ৩ ওভারে ফিফটি রান দিয়েছেন তিনি।
তবুও, রশিদের এই বিবর্ণ দিনে জয় পায় তার দল গুজরাট টাইটান্স। শুভমান গিল ও জস বাটলারের ঝড়ো ফিফটিতে দলটি ৬ উইকেটে তোলে ২২৪ রান। জবাবে সানরাইজার্স হায়দরাবাদ পুরো ২০ ওভার ব্যাট করেও তুলতে পারে মাত্র ১৮৬ রান, হারায় ৬ উইকেট।
রশিদের এই পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তার কারণ। বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত এই লেগস্পিনারকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না চলতি আইপিএলে। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে রশিদ কীভাবে ঘুরে দাঁড়ান।