27 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

মস্কোর পর এবার স্পেনের চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘মাস্তুল’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশের সিনেমা মাস্তুল নতুন একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার পাওয়ার পর, এবার এটি সেপ্টেম্বর মাসে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনীত হয়েছে। এটি উৎসবের ২৪তম আসরে প্রতিযোগিতা করবে, যা ১ সেপ্টেম্বর থেকে মাদ্রিদ শহরে অনুষ্ঠিত হবে।

নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, মাস্তুল নিয়ে বহু জায়গা থেকে আগ্রহ দেখা যাচ্ছে, এবং এই উৎসবে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে তিনি সেপ্টেম্বরের মধ্যে স্পেনের উদ্দেশে রওনা করবেন। তিনি আশা করছেন, আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

এছাড়াও, মাস্তুল দেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে গত ২৪ মার্চ। সিনেমাটি দেশের দর্শকদের জন্য খুব শীঘ্রই মুক্তি পাবে। নির্মাতা জানান, তিনি চান দেশীয় দর্শকরা স্পেনের উৎসবে যোগ দেওয়ার আগে মাস্তুল দেখতে পান।

মাস্তুল সিনেমাটি নারায়ণগঞ্জের বন্দর এলাকার জাহাজীদের জীবন নিয়ে নির্মিত হয়েছে। নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ছোটবেলা থেকেই তিনি জাহাজীদের জীবনকথা দেখতেন এবং সেই চিত্র ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলেন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা সহ আরও অনেকেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...