26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি: মাসুদ রানা বললেন, ‘এটি অভ্যুত্থানের চেতনার পরিপন্থি’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) এর প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি, জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থি। তিনি এ দাবি তুলে বলেন, “আমরা কোনো কমিশনের প্রস্তাব খারিজ করতে চাই না, তবে কিছু ক্ষেত্রে বাতিল করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অভ্যুত্থানের চেতনাকে পরিপন্থি মনে করি।”

মাসুদ রানা আরও বলেন, “আমরা ঠিক-বেঠিক বিষয়ে আলোচনা করব এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠস্বর আরও জোরালো করতে হবে। কোনো কিছু বাতিল করা নয়, মত-বিরোধ থাকা সত্ত্বেও আমাদের আলোচনা করতে হবে।”

তিনি শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন।

এদিকে, হেফাজতে ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওই কমিশন বাতিলের দাবি জানিয়েছে। জামায়াতে ইসলামও কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। হেফাজতে ইসলাম শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে মহাসমাবেশ করেছে। সংগঠনটির নায়েবে আমির আহমদ আবদুল কাদের বলেছেন, “আমাদের দাবি স্পষ্ট, নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে।”

গত ১৮ নভেম্বর ‘নারীপক্ষের’ প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ১৯ এপ্রিল কমিশন প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ৪৩৩টি সুপারিশ উপস্থাপন করা হয়।

কমিশন জানিয়েছে, এটি মূলত সংবিধান, আইন ও নারীর অধিকার বিষয়ক সুপারিশ প্রদান করেছে, যেখানে সমতা ও সুরক্ষা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য সমান অধিকার নিশ্চিত করারও প্রস্তাব করা হয়েছে।

বাসদের প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপই আমাদের মূল আকাঙ্ক্ষা। সরকার পরিবর্তন হলে আমরা সমর্থন দিয়েছি, তবে ফ্যাসিবাদ একটি সিস্টেমের অংশ।”

এছাড়া, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে তিনি সরকারের সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলাপ-আলোচনা এবং মত পার্থক্যের জায়গা তুলে ধরেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জাতীয় সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। এটি নতুন বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ হবে।”

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মুহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...