29 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

কক্সবাজারে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুড়লেন যুবক; ভিডিও ভাইরাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আশপাশের দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্ট এলাকায়।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণ সৈকত থেকে পা দিয়ে ফুটবল ছুড়ে মারছেন একটি উড়োজাহাজের দিকে। ভিডিওটি দেখে মনে হয়, বলটি উড়োজাহাজের অবস্থান ছাড়িয়ে আরও ওপরে উঠে পরে নিচে পড়ে গেছে।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সাইফান হক নামে একজন মন্তব্য করেছেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ করা উচিত। এটি ঘুরে বেড়ানোর স্থান, খেলার মাঠ নয়। ছোট বাচ্চাদের নিয়ে যারা বেড়াতে আসেন, তারা ফুটবল খেলার কারণে সমস্যায় পড়েন।’

রেজাউল করিম নামে আরেকজন লিখেছেন, ‘কাজটা একদম ঠিক হয়নি। ফুটবল মারার কারণে উড়োজাহাজটি দুর্ঘটনার মুখে পড়তে পারত।’

‘বিনয় রিসোর্ট’ নামের একটি আইডি থেকে লেখা হয়, ‘কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের একেবারে কাছে। সৈকত থেকে খুব নিচু দিয়ে উড়োজাহাজ উড়তে দেখা যায়। অবতরণের শেষ মুহূর্তে বিমান সাধারণত ২০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় থাকে। আর ফুটবল সর্বোচ্চ ৫০ ফুট পর্যন্ত উঠতে পারে।’

এদিকে, কামরুল হাসান নামে আরেকজন লেখেন, ‘বল যতটা উচ্চতায় উঠেছে, বিমান তার চেয়ে বহু গুণ উঁচু দিয়ে যায়। কিছু মানুষের মন্তব্য দেখে মনে হয়, তারা জীবনে কক্সবাজারে আসেননি।’

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা বলেন, ‘উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের প্রায় ১ হাজার ৪০০ মিটার ওপরে চলে যায়। আর অবতরণের সময় এটি প্রায় ১ হাজার মিটার উচ্চতায় থাকে। সে ক্ষেত্রে সৈকত থেকে ছোড়া কোনো ফুটবল বিমান পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা নেই।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘বিমান চলাচলের নিরাপত্তার জন্য সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আতশবাজি নিক্ষেপসহ নানা কাজ নিষিদ্ধ। তাই উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল বা অন্য কিছু ছোড়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

সাংবাদিকরা গালাগাল ও হত্যা মামলার শিকার: কামাল আহমেদ

নিউজ ডেস্ক : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, এখনও দেশে সাংবাদিকদের গালিগালাজ করা হচ্ছে, এমনকি তাঁদের বিরুদ্ধে হত্যা...