29 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

গাজায় অপুষ্টিতে শিশুর মৃত্যু সংখ্যা বাড়ছে, নিহত ছাড়াল ৫২ হাজার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের রান্তিসি হাসপাতালে সালেহ আল-সাকাফি নামের এক শিশুকন্যা ক্ষুধা, অপুষ্টি ও পানিশূন্যতায় মারা গেছে।

সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, এ নিয়ে গাজায় অপুষ্টিজনিত কারণে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরাইল চলতি বছরের ২ মার্চ থেকে গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ জারি করেছে। ফলে সেখানে খাদ্য, পানি কিংবা চিকিৎসা সহায়তা প্রবেশ করতে পারছে না। এই অবরোধ নারী ও শিশুদের মৃত্যুঝুঁকি চরম মাত্রায় নিয়ে গেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর আগেই সতর্ক করেছিল, গাজায় পাঁচ বছরের কম বয়সী ৩ লাখ ৩৫ হাজার শিশু চরম অপুষ্টির ফলে মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর টানা হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৭৫ জন। একই সময়ে পূর্বে ধ্বংসস্তূপ থেকে আরও ৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল থেকে ইসরাইলি ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বিকেলে গাজা শহরের দারাজ এলাকায় ড্রোন হামলায় ২ জন এবং খান ইউনিস শহরের দক্ষিণাংশে আরেকটি হামলায় ১ জন নিহত হয়েছেন।

চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতির পর ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩৯৬ জনে এবং আহত হয়েছেন ৬,৩২৫ জন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮,৩৬৬ জন আহত হয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণমাধ্যমকে রাজনীতিকরণের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাংবাদিকরাই: মাহফুজ আলম

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমকে রাজনীতিকরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এরই সঙ্গে...