27 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

উইমেন রিফর্ম কমিশনের বিতর্কিত ও ধর্মীয় মূল্যবোধবিরোধী সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিটটি দায়ের করেন।

আইনজীবী রওশন আলী জানান, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’ শীর্ষক ৩১৮ পৃষ্ঠার প্রতিবেদনটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রিপোর্টের একাধিক সুপারিশ ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান এবং ধর্মপ্রাণ নাগরিকদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে।

রিট আবেদনে উত্থাপিত প্রধান আপত্তিসমূহের মধ্যে রয়েছে:

১. উত্তরাধিকার বিষয়ে সমতা: রিপোর্টের ১১ নম্বর অধ্যায়ে নারী ও পুরুষের জন্য সমান উত্তরাধিকার প্রস্তাব করা হয়েছে, যা কুরআনের সুরা নিসা (৪:১১)-এর পরিপন্থী।

২. বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব: রিপোর্টে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে, যা ইসলামী শরীয়তে অনুমোদিত এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার লঙ্ঘন করে।

৩. ‘My Body, My Choice’ স্লোগান: এই স্লোগানের অন্ধ সমর্থনের মাধ্যমে শরীয়তের ভিত্তি উপেক্ষা করে নৈতিক সীমারেখা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে।

৪. যৌনকর্ম বৈধ পেশা হিসেবে স্বীকৃতি: যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

৫. লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার ইস্যু: প্রতিবেদনে লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার সম্পর্কিত ভাষা শরীয়তবিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

রিটে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...