29 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একদল তরুণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে সামাজিক সংগঠন বিডিক্লিন আয়োজন করেছে থানাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম।

শনিবার দুপুরে স্থানীয় থানার চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন, বিডিক্লিন কোম্পানীগঞ্জ শাখার স্বেচ্ছাসেবকগণ।

এ অভিযানে অংশ নেন থানা পুলিশের কর্মকর্তা, বিডিক্লিন সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় থানার ভেতর ও বাইরের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও অপ্রয়োজনীয় জিনিসপত্র অপসারণ করা হয়।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একদল তরুণ
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে একদল তরুণ

বিডিক্লিন নোয়াখালী জেলার সমন্বায়ক সাখাওয়াত হোসেন নিশাদ নিশাদ বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র ব্যক্তিগত নয়, সামাজিক দায়িত্ব। আমরা চাই থানা, বিদ্যালয়সহ প্রতিটি সরকারি ও জনসমাগমস্থল পরিচ্ছন্ন থাকুক।”
তিনি আরও জানান, বিডিক্লিনের এ কার্যক্রম চলমান থাকবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজীম বিডিক্লিনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন সামাজিক উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। ভবিষ্যতে আমরা আরও সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।”

পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিডিক্লিন আশাবাদী— এই ধরনের উদ্যোগে নাগরিক সচেতনতা বাড়বে এবং গড়ে উঠবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

নিউজ ডেস্ক : ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসের জন্য ১২ কেজি...