Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক করিডর বিষয়ক কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) খালিলুর রহমান।
রবিবার (৪ মে) রোহিঙ্গা ইস্যু নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রোহিঙ্গাদের সমাবেশ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। মানবিক করিডর নিয়ে সরকার কোনো ধরনের আনুষ্ঠানিক চুক্তিতে যায়নি।”
নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সীমিত যোগাযোগ করেছে। এ করিডর জাতিসংঘের মাধ্যমে পরিচালিত হবে, যার উদ্দেশ্য শুধুমাত্র ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছানো—কোনো অস্ত্র নয়। তার মতে, এ উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো উদ্দেশ্য বাংলাদেশের নেই।”
রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটি সহজ নয়, তবে সরকার প্রত্যাবাসন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।”
অন্যদিকে, নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সম্প্রতি শুরু হওয়া বিতর্কের প্রেক্ষিতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন।
আইনজীবী জানান, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট-২০২৫’ শীর্ষক ৩১৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, সংবিধান ও দেশের ধর্মপ্রাণ জনগণের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।