Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
পবিত্র হজ পালনে আগ্রহীদের আগামীকাল সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট হজযাত্রী চলতি বছরে হজে যেতে পারবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় থেকে লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনো ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি।
শনিবার (৩ মে) দুপুর ১২টার দিকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার (এসএমএস) ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক তথ্য, আবাসনের ঠিকানা ও ফ্লাইট সংক্রান্ত তথ্য দেওয়ার পরও ভিসার আবেদন জমা হয়নি, তাদের আবেদন আগামী ৫ মে দুপুর ১২টার মধ্যে ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে দাখিল করতে হবে। এর পর প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে এবং নতুন করে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করা হলে দায়দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকেই বহন করতে হবে। এ ছাড়া হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে সংশ্লিষ্ট লিড এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং তা চলবে ৩১ মে পর্যন্ত।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৮১ হাজার ৯০০ জন।