27 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

বাদ পড়লেন তাসকিন, নতুন সুযোগ পেলেন শরিফুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক :

চোট কাটিয়ে ফিরে আসার আশা থাকলেও শেষ পর্যন্ত মেডিকেল ছাড়পত্র পাননি পেসার তাসকিন আহমেদ। যার ফলে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তাসকিনের জায়গায় স্কোয়াডে ফিরছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

চলতি মে মাসেই বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর পাকিস্তানে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (রোববার) বিকেলে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে।

নাজমুল হোসেন শান্ত, যিনি দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন, তাকে নিয়ে সমালোচনা চলছে। গত ১৮ ইনিংসে তার ব্যাট থেকে আসেনি একটি ফিফটিও, এবং স্ট্রাইক রেটও ১১০-এর নিচে নেমে এসেছে। বিশ্বকাপে ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল ব্যর্থ। এসব পারফরম্যান্সের পর তার দল থেকে বাদ পড়ার গুঞ্জন উঠেছিল। তবে দুই সিরিজেই শান্ত থাকছেন।

অধিনায়কত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন শান্ত। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে তিনি অনুরোধ করেছিলেন, অন্য কাউকে এই দায়িত্ব দিতে। বোর্ড সূত্রে জানা গেছে, ফিট হলে আরব আমিরাত সিরিজ থেকেই নেতৃত্বে ফিরতে পারেন লিটন কুমার দাস। তাকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে। তবে কোনো কারণে লিটন না খেললে, নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়। যদি হৃদয় সুযোগ পান, তাহলে বাদ পড়তে পারেন আফিফ হোসেন।

স্পিন বিভাগে রাখা হয়েছে মিরাজ, নাসুম, শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে। পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। এরপর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। পরবর্তী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

দুই সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...