29 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ কমেছে, তবে সংস্কারের প্রয়োজন: নাহিদ ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গত কয়েক বছরে গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তবে, তিনি মনে করেন যে, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে আরও দ্রুততার প্রয়োজন।

রবিবার, জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী সহ আরও অনেকে।

এসময়, নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে ফ্যাসিজমের প্রভাব থেকে মুক্ত করার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, “ফ্যাসিস্ট সরকারের ১৬ বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যে দলীয়করণ নীতি প্রয়োগ করা হয়েছে, গণমাধ্যমও তার বাইরে ছিল না। এখন গণমাধ্যমকে এই ফ্যাসিজমের হাত থেকে বের করে আনতে আমাদের একটি সুস্পষ্ট পরিকল্পনা দরকার।” তিনি আরও জানান, “যদি গণমাধ্যমের আধিপত্য বন্ধ না হয়, তবে জুলাই-পরবর্তী যে মুক্ত গণমাধ্যমের ধারণা আমরা করছি, তা বাস্তবায়ন সম্ভব হবে না।”

এছাড়াও, এনসিপি নেতা দাবি করেন, গণমাধ্যমগুলোর পেশাদারিত্ব আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, “আমরা বিভিন্ন সময় দেখেছি যে, গণমাধ্যমে মিস ইনফরমেশন প্রকাশিত হয়েছে, বিশেষত অন্তর্বর্তী সরকারের সময়ে। গণমাধ্যমের পেশাদারিত্ব বৃদ্ধি পেলে এসব ভুল তথ্য কমবে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম বিভিন্ন সময়ে সরকারি চাপের সম্মুখীন হয়েছে, তবে বর্তমানে সরকারি হস্তক্ষেপের পরিমাণ অনেকটাই কমেছে। বিশেষ করে আমার সময়েও এটা অনেক কম ছিল। আমরা কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে নই, তবে গণমাধ্যমের ভেতরকার ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট ছিল।”

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...