29 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

খন্দকার এনায়েত উল্লাহসহ পরিবারের নামে নিবন্ধিত ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার পরিবার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত মোট ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদনটি দাখিল করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান।

আবেদনে উল্লেখ করা হয়, খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে তার, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ—বিশেষ করে এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নামে এসব যানবাহনের নিবন্ধন তথ্য পাওয়া যায়।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযোগের মুখে অভিযুক্তরা এসব যানবাহনের মালিকানা অন্যের নামে হস্তান্তর করে বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দ করা জরুরি হয়ে পড়ে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...