27 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

কাশ্মীর হামলার পর উত্তেজনা চরমে, সামরিক প্রধানদের সঙ্গে মোদির ধারাবাহিক বৈঠক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। আজ রোববার তিনি জরুরি বৈঠকে বসেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহের সঙ্গে। খবর এনডিটিভির।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। নয়াদিল্লি এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হামলার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

পেহেলগাম হামলার পর মোদির এটি ছিল তৃতীয় সামরিক শীর্ষ পর্যায়ের বৈঠক। আজকের আলোচনায় অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা স্টাফের প্রধান জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা।

এর আগে শনিবার মোদি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি এবং তারও আগে সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে পৃথক বৈঠক করেন। পর্যবেক্ষকরা এসব বৈঠককে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সম্ভাব্য প্রতিরক্ষা কৌশল নির্ধারণের অংশ হিসেবে দেখছেন।

যদিও সরকারিভাবে মোদি-এপি সিংহ বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা—এই আলোচনার মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা বাহিনীর করণীয় নির্ধারণ।

সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—প্রতিরক্ষা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী সময়, পদ্ধতি ও লক্ষ্য নির্ধারণ করে প্রতিক্রিয়া জানাতে পারবে।

উল্লেখ্য, সীমান্তে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের প্রতিক্রিয়া নতুন নয়। ২০১৬ সালে উরিতে সেনাঘাঁটিতে হামলার পর ভারত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার প্রতিশোধে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়।

বালাকোট অভিযানে মিরাজ-২০০০ যুদ্ধবিমান ব্যবহার করে একটি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী। তবে সে সময় একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং এর পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তানি সেনারা আটক করে। পরে কূটনৈতিক প্রচেষ্টায় তাকে ফেরত পাঠায় ইসলামাবাদ।

বর্তমানে, ভারতের পক্ষ থেকে প্রতিশোধমূলক কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা না এলেও সীমান্তে উত্তেজনা চরমে। দুই দেশের মধ্যে যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...