27 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

রাফাহর সুড়ঙ্গ বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত, আহত চার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের একটি ফাঁদপাতা সুড়ঙ্গে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার এ তথ্য জানায় আইডিএফ, যা রোববার টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

নিহত সেনারা হলেন ক্যাপ্টেন নোয়াম রাভিদ (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। তাঁরা উভয়েই সেনাবাহিনীর অভিজাত ‘ইয়াহালোম’ যুদ্ধ প্রকৌশল ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াহালোম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের আওতায় একটি ভবনের অভ্যন্তরে সুড়ঙ্গের প্রবেশমুখ পরীক্ষা করছিলেন। সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনায় গাজায় চলমান হামাসবিরোধী স্থল অভিযান এবং সীমান্তজুড়ে পরিচালিত সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর মোট প্রাণহানি বেড়ে ৪১৬ জনে দাঁড়িয়েছে।

আহত দুই সেনার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজন মাঝারি আঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

একই দিনে গাজার উত্তরে জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন। কীভাবে তিনি আহত হয়েছেন, তা এখনো তদন্তাধীন রয়েছে।

এছাড়া শনিবার গাজা সিটির দারাজ ও তুফাহ পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণের আরেকটি ঘটনায় ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা আহত হয়েছেন।

আইডিএফের প্রাথমিক ধারণা, এই বিস্ফোরণ একটি ট্যাংক শেল আগাম বিস্ফোরণের ফলে ঘটে থাকতে পারে। তবে তারা বিকল্পভাবে মর্টার হামলার সম্ভাবনাও খতিয়ে দেখছে।

গাজায় অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে শনিবার রাতে আইডিএফ জানায়, তারা ১০ হাজারের বেশি রিজার্ভ সেনাকে পুনরায় তলব করছে, যাদের অনেককেই আগেও একাধিকবার ডাকা হয়েছিল।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...