26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের কাছে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে রবিবার সকালে ইয়েমেন থেকে হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলার তথ্য স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হামলার সময়ের কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে একটি রাস্তায় গাড়িচালকরা গাড়ি থামিয়ে আশ্রয় নিচ্ছেন। হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটলে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। তবে, ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, জরুরি পরিষেবা সংস্থার বরাতে, বিস্ফোরণে চারজন আহত হয়েছে এবং আরও দুজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, “যারা আমাদের আঘাত করবে, তাদের আমরা সাত গুণ জবাব দেব।” অন্যদিকে, হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, “ইসরায়েলের বিমানবন্দরটি আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয়।”

বিমানবন্দরটি কিছু সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখার পর বর্তমানে পুনরায় চালু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হতে দেখা যায়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়।

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ খতিয়ে দেখছে।

ইরান সমর্থিত ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহী গোষ্ঠী প্রায়ই হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, এই ধরনের হামলার মধ্যে খুব কমই সফল হয়, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়।

এছাড়াও, এই গোষ্ঠী লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে, যার জবাবে যুক্তরাষ্ট্র সেখানে বোমা হামলা চালাচ্ছে এবং যুক্তরাজ্য এই অভিযানে সহায়তা করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের গাড়ীতে হামলা, আহত হাসনাতের ছবি ফেসবুকে

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি...