Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত দখলকৃত ইয়াফা অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজার জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের প্রতিশোধ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে।
তিনি বলেন, “আমাদের বাহিনী সফলভাবে দখলকৃত ইয়াফা এলাকার দক্ষিণে অবস্থিত একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।” এই অভিযানে ‘প্যালেস্টাইন-২’ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, জানান তিনি।
ইয়াহিয়া সারি আরও বলেন, “যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয়, ততদিন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের প্রতিরোধী পদক্ষেপ অব্যাহত থাকবে।”
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ এর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আক্রমণ শুরু হলে গাজায় ব্যাপক যুদ্ধের সূচনা হয়। তারপর থেকেই ইয়েমেন সরকার ফিলিস্তিনের সংগ্রামকে সরাসরি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে।