33 C
Dhaka
মঙ্গলবার, মে ৬, ২০২৫

নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ইইউ রাষ্ট্রদূত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনপূর্ব সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে সহায়তা দিতে ইইউ আগ্রহী। তবে নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশ সরকার।

জুলাই মাসে গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গে এক প্রশ্নে মিলার বলেন, এ ঘটনায় দায়ীদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা উচিত।

তিনি আরও বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বর্তমানে যেসব সংস্কারের দরকার, তা বাস্তবায়নের জন্য এটি একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে।

রাখাইন অঞ্চলে মানবিক করিডর নিয়ে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, উভয় পক্ষের ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবার জন্য সমানভাবে ত্রাণ সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, যদি বর্তমান সরকার সেই অর্থ ফেরত আনতে চায়, তবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে যোগাযোগ করতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঈদ যাত্রারার অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে। প্রথম দিনে ৩১ মে...