Your Ads Here 100x100 |
---|
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে। প্রথম দিনে ৩১ মে এর টিকিট বিক্রি হবে। এরপর, দিনে দিনে পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। রেলওয়ে অধিদপ্তর প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ঈদ শেষে ঘরমুখো মানুষের ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এবারের ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের জন্য রেলওয়ে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করবে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেন রাখা হয়েছে। এছাড়া, কুরবানি পশু পরিবহণের জন্য তিনটি বিশেষ ট্রেন দুটি আলাদা রুটে চলাচল করবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহাম্মদ ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে, পবিত্র ঈদুল আজহা আগামী ৭ বা ৮ জুন দেশে পালিত হতে পারে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারের ঈদুল আজহায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে একটি, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে একটি, জয়দেবপুর-পার্বতীপুর রুটে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া, শোলাকিয়া ঈদ স্পেশাল (৫-৬) ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে চলবে এবং শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮) ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলাচল করবে।
কুরবানি পশু পরিবহণের জন্য ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আগামী ২ জুন বিকাল ৫টায় ছাড়বে। ৩ জুনও এই রুটে আরেকটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ২ জুন বিকাল ৩টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হবে ২১ মে, যখন ৩১ মে’র টিকিট বিক্রি হবে। পরবর্তী দিনে ২২ মে ১ জুনের টিকিট, ২৩ মে ২ জুনের টিকিট, ২৪ মে ৩ জুনের টিকিট, ২৫ মে ৪ জুনের টিকিট এবং ২৬ মে ও ২৭ মে যথাক্রমে ৫ জুন এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে।