28 C
Dhaka
মঙ্গলবার, মে ৬, ২০২৫

শান্তির বার্তা দিয়েছেন তবু, ট্রলের মুখে পহেলগাম হামলায় নিহতের স্ত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ডেস্ক রিপোর্টঃ

“আমরা চাই না লোকে কাশ্মীরি বা মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যাক। আমরা শান্তি চাই, শুধুমাত্র শান্তি। অবশ্যই ন্যায় বিচার চাই। যারা দোষী তাদের সাজা পাওয়া উচিৎ,” সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলেছিলেন হিমাংশী নারওয়াল।

তিনি পহেলগাম হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী।

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে গত ২২শে এপ্রিল পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনা প্রকাশ্যে আসার পরই বেশ কয়েকটা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

সেগুলোর মধ্যে একটি ছবিতে স্বামীর নিথর দেহের পাশে শোকস্তব্ধ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিল এক নারীকে। সেই ছবি, সদ্য বিবাহিত বিনয় নারওয়াল ও তার স্ত্রী হিমাংশীর।

গত মাসে ১৬ই এপ্রিল তাদের বিয়ে হয়। রিসেপশন বা বৌভাত ছিল ১৯ তারিখ। কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এই নবদম্পতি। সেখানেই ২২শে এপ্রিল হামলায় নিহত হন মি. নারওয়াল।

বিনয় নারওয়াল ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। কেরালার কোচিতে তার পোস্টিং ছিল।

গত পহেলা মে ছিল বিনয় নারওয়ালের ২৭ তম জন্মদিন। সেইদিন সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় কাশ্মীরি এবং মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ না করার আরজি জানিয়ে কথাগুলো বলেছিলেন তার স্ত্রী।

তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ট্রল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই মন্তব্যের জন্য তাকে কটূক্তির শিকার হওয়ার পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আসন্ন ঈদুল আজহায় ১০ দিনের ছুটিতে যে সকল শর্ত রয়েছে , জানালেন প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই টানা ছুটি কাটাতে সাপ্তাহিক...