26 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ বাণিজ্য ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার জেরে বাংলাদেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি হারায়।

শেয়ারবাজারে ধস
শেয়ারবাজারে ধস

ডিএসই সূত্রে জানা গেছে, বাজার খোলার পর প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। এরপর ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ।

লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে এনআরবি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। তবে সামগ্রিকভাবে বাজারের পরিস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এতে তারা বিনিয়োগ থেকে সরে এসে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকছেন, যার ফলেই বাজারে এই তাৎক্ষণিক ধস দেখা দিয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশত্যাগ করেছেন আবদুল হামিদ, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

খবরের দেশ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।...