29 C
Dhaka
বুধবার, মে ৭, ২০২৫

টানা ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর , কেমন আছেন পবনদীপ ?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ বিনোদন ডেস্ক

গত সোমবার ভোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ‘ইন্ডিয়ান আইডল’ গায়ক পবনদীপ রাজন। ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গায়কের গাড়ি। তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মালবাহী ট্রাকের। পথচারীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিল্লি এনসিআরের ফরটিস হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় হাড় ভেঙেছে তাঁর, লেগেছে মাথায় চোট। টানা ছয় ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার।

কেমন আছেন এখন পবনদীপ রাজন
কেমন আছেন এখন পবনদীপ রাজন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা পবনদীপকে তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখবেন। অবস্থার উন্নতি হলে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী চিকিৎসার বিষয়ে।

 পবনদীপ রাজন
পবনদীপ রাজন

জানা গেছে, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন পবনদীপের গাড়িচালক। তাতেই ঘটে এ দুর্ঘটনা। তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্রাকে। কেবল পবনদীপ নন, তাঁর সঙ্গে গাড়িতে থাকা অন্যরাও আহত হয়েছেন। ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত এই গায়ক তাঁর বাড়ি থেকে আহমেদাবাদে একটি অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ জিতে খ্যাতি অর্জন করেন পবনদীপ রাজন। এর আগে ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ রিয়েলিটি শোতেও বিজয়ী হয়েছিলেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

সালমান পরিবারের শেয়ার অবরুদ্ধ করতে আদালতের আদেশ

ডেস্ক রিপোর্টঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার স্ত্রী ও ছেলে এবং ভাই ও ভাতিজার মালিকানায় থাকা...