Your Ads Here 100x100 |
---|
বরিশাল প্রতিনিধি:
বানারীপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ আলমগীর হোসেন (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বাইশারী ইউনিয়নের উত্তরকুল ট্রলারঘাট সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো: ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যাবসায়ী জামাল বালী সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আলমগীরকে বরিশাল জেল হাজতে পাঠানো হবে বলে জানা যায়। আলমগীরের বিরুদ্ধে বাইশারি সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা মাদক ব্যাবসার অভিযোগ রয়েছে।
এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো মোস্তফা বলেন,যত বড় শক্তিশালীই হোক না কেন মাদক ব্যাবসার সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আলমগীরের সাথে বাইশারির কচুয়া গ্রামের মাদক সম্রাট খ্যাত জামাল বালী জড়িত আছে। ওসি মোহাম্মদ মোস্তফা বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।