27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

কি চলছে আনুশকা শর্মা ও কোহলির মধ্যে ? কেন অভিনেত্রী কোহলির হাত না ধরে গাড়ি থেকে নামলেন !

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিরাট কোহলি বেশ কিছু দিন আগে সামাজিক মাধ্যমে অভনীত কৌরের একটি পোস্টে লাইক করেন। তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়। তৈরি হয় বিতর্কও। যদিও ইতোমধ্যে বিরাট কোহলি জানিয়েছেন—তিনি মোটেও অভনীতের কোনো পোস্টে লাইক করেননি। বরং এটির দায় তিনি ইনস্টাগ্রামের ওপর চাপিয়েছেন।

সম্প্রতি রাহুল বৈদ্য একটি ভিডিও পোস্ট করে কোহলিকে বিদ্রূপ করেছেন। সেখানে জানিয়েছেন কোহলি নাকি তাকে ব্লক করেছেন। এমনকি তার ভক্তদের দুই পয়সার জোকার বলে বিদ্রূপও করেছেন। এ ঘটনার পর বুধবার রাতে কোহলি ও আনুশকাকে ডিনার ডেটে যেতে দেখা গেল।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেখানেই ঘটে যাওয়া একটি ঘটনা নজর কাড়ল নেটিজেনদের চোখ। ভাইরাল ভিডিও দেখে চর্চা শুরু, তবে কি অভনীতকাণ্ডের পর বিরাটের ওপর রাগ করে আছেন আনুশকা শর্মা?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি আগে গাড়ি থেকে নেমে হাত বাড়িয়েছেন আনুশকার উদ্দেশে। কিন্তু অভিনেত্রী তার হাত না ধরে গাড়ি থেকে নামেন। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে রেস্তোরাঁর ভেতরে ঢুকে যান আনুশকা। তার পিছু পিছু যান কোহলিও। বিষয়টি মোটেই নজর এড়ায়নি অনুরাগীদের। এদিন বিরাটের পরনে ছিল সাদা টিশার্ট, কালো জিন্স ও টুপি। অন্যদিকে আনুশকার পরনে ছিল ক্রিম রঙের একটি জাম্প স্যুট।

সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখেই এক নেটিজেন লিখেছেন—আমি এটা কী দেখলাম! আনুশকা বিরাটের হাত ধরল না। আরেক নেটিজেন লিখেছেন— পাক্কা স্বামী স্ত্রীর ডায়নামিক। আমিও আমার বরের হাত ধরি না। তৃতীয় নেটিজেন লিখেছেন—আহা রে বেচারা! চতুর্থ নেটিজেন বিরাটের কথা ধরেই তাকে কটাক্ষ করেন লিখেছেন—অ্যালগরিদম ভুল করে দেখিয়ে দিল যে আনুশকা বিরাটের হাত ধরেনি। কী হবে এবার?

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...