27.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার আনুষ্ঠানিক অনুমতি পেলেন ২৭ বছর বয়সী ফুটবলার সমিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ স্পোর্টস ডেস্কঃ

কানাডার জাতীয় দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন। আসছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে তার। এক ভিডিও বার্তায় শমিত জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। ২৭ পেরুনো এই মিডফিল্ডার  বাফুফে ও ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

কানাডার জাতীয় দলের হয়ে ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং ক্লাব পর্যায়ে নিয়মিত  কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ‘ক্যাভালরি এফসি’তে খেলতে থাকা সমিতের অভিষেকের অপেক্ষায় লাল-সবুজের জার্সি। মঙ্গলবার (৬ মে) ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করে এই ২৭ বছর বয়সী ফুটবলারকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সহসভাপতি ফাহাদ করিম আজ নিশ্চিত করে বলেছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সমিত সোমকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে। আমরা আশা করছি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই সে মাঠে নামবে।

উল্লেখ্য,২০১৩ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড় হিসেবে জাতীয় দলে যোগ দেন জামাল ভূঁইয়া। পরপর তারিক কাজিরা আসলেও! গত মার্চে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর ভারতের বিপক্ষের ম্যাচে অভিষেকের পর এই ধারা আরও জোরদার হয়েছে। জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের এই বাড়তি আগ্রহের সাথেই কি সৃষ্টি হতে যাচ্ছে; লাল-সবুজ জার্সির এক নতুন অধ্যায়ের সূচনা!

- Advertisement -spot_img
সর্বশেষ

বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপণ

আবু মাহাজ ,ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়েছে। আজ ৫ আগষ্ট সকালে মান্যবর...