26.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে বলিউড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

একদিকে চলছে ভারত-পাকিস্তান যুদ্ধ; অন্যদিকে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলা নিয়ে সিনেমা বানানোর দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে বলিউডের নির্মাতারা। এই চলচ্চিত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একই নামের একটি বাস্তব অভিযানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা ৬ ও ৭ মে স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত হয়েছিল। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বলিউদের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার।

‘অপারেশন সিঁদুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার (৯ মে) স্থানীয় সময় রাতে সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা।

‘অপারেশন সিঁদুর’-এর পোস্টারে একজন নারী সৈনিকের পিঠ দিয়ে দাঁড়ানো একটি চোখে পড়ার মতো ছবি রয়েছে। তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাইফেল হাতে নিয়ে সিঁদুর পরতে দেখা যাচ্ছে। পটভূমিতে ট্যাংক, কাঁটাতারের বেড়া এবং ওপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের মতো চাক্ষুষ উপাদান রয়েছে। পোস্টারের ওপরে লেখা- ‘ভারত মাতা কি জয়।’

বলিউডের এই দ্রুত পদক্ষেপ শিবসেনা (ইউবিটি)-র সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদীর তীব্র সমালোচনার মুখে পড়েছে, যিনি বলিউডের এই কর্মকাণ্ডকে ‘সুযোগসন্ধানী’ বলে নিন্দা জানিয়েছেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১০জন, টাকার অভাবে দিতে পারছেন না ভ্যাকসিন

  মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার...