35 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫

মিছিল নিয়ে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লকেডে যোগ দেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের ‘হলে হলে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

 শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেল ৫টা থেকে শাহবাগ ব্লকেড করে ছাত্র-জনতা। রাতে আন্দোলন থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এখন পর্যন্ত শাহবাগে আন্দোলনে চলমান রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (০৯ মে) সকালে সেখান থেকে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। বিকেল সাড়ে ৪টায় তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

- Advertisement -spot_img
সর্বশেষ

পাকিস্তান-ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান চীন ও যুক্তরাজ্যের

  খবরের দেশ ডেস্কঃ চলমান ভারত-পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। চীন জানিয়েছে...