35 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫

১ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিনের ছুটি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে টানা ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং শেষ হবে ১৯ জুন।তবে সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন থেকে, চলবে ১২ জুন পর্যন্ত। অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের দুই শনিবার—১৭ মে ও ২৪ মে—সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি দপ্তরগুলোতেও ঈদুল আজহার ছুটির পূর্বে ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের মূল ছুটি থাকবে ১১ ও ১২ জুন—বুধবার ও বৃহস্পতিবার, নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে এই দুই দিন।

ছুটি চলাকালীন সব ধরনের সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে নির্ধারিত দুই শনিবার অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা কার্যকর থাকবে।

 

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

হজযাত্রী সৌদি পৌঁছেছেন ৩৭,৮৩০ জন, ভিসা পায়নি এখনো ৯২৩ জন

  খবরের দেশ ডেস্কঃ বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী।  সরকারি-বেসরকারি...