32.2 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫

কিশোরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম।
সঞ্চালনায় ছিলেন সুরুজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পিযুষ চন্দ্র দে।

আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল, জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ সদর উপজেলার আমীর মো. নজরুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানারা আক্তার শাওন ও দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।পরিশেষে শুদ্ধ লেখনী, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

পাকিস্তান-ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান চীন ও যুক্তরাজ্যের

  খবরের দেশ ডেস্কঃ চলমান ভারত-পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। চীন জানিয়েছে...