25 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঢাকা রেঞ্জ পুলিশের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন—তার রেঞ্জে কোনো নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম চলবে না এবং ঘুষ, দুর্নীতি বা চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল করিম বলেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়ন করেছে বা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে—তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকা রেঞ্জের ১৩টি জেলার প্রতিটি থানায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মনিটরিং সেলের মাধ্যমে গণঅভ্যুত্থানের মামলাগুলো সরাসরি তদারকি করবেন তিনি নিজেই। জনগণের অভিযোগ জানাতে প্রতিটি থানা, ক্যাম্প ও এসপি অফিসে বসানো হবে অভিযোগ বক্স।

সিসিটিভি মনিটরিং সেন্টার থেকে থানাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ডিআইজি নিজেই। ভিডিও কলে সরাসরি কথা বলবেন থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে।ডিআইজি রেজাউল করিম জানিয়েছেন, তার অধীনে কেউই আইনের ঊর্ধ্বে নয়—এসপি বা ওসির বিরুদ্ধেও প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশত্যাগ করেছেন আবদুল হামিদ, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

খবরের দেশ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।...