26 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

একযুগ পর ভাইয়ের বাসায় খালেদা জিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসা ঘুরে এলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন দুই পূত্রবধূ- বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকার স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় তাঁরা ওই বাসায় পৌঁছান। পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে তারা ওই বাসায় গিয়েছিলেন।খালেদা জিয়া নিজের বাসা ‘ফিরোজা’য় ফেরেন রাত ১টা ৪৫ মিনিটে। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।

ঢাকার গুলশানের ৪২ নম্বর সড়কে শামীম এস্কান্দারের ২৪/বি বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান ছোট ভাই শামীম এস্কান্দার, তার সহধর্মিনী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিনী নাসরিন আহমেদ, সেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা।

গত ৬ মে  লন্ডনে চিকিৎসা নিয়ে চার মাস প দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।ফেরার সেই যাত্রা কার্যত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর সেদিনই প্রথম তাকে জনসম্মুখে এমন আয়োজনে দেখা যায়।

এর চারদিন পর খালেদা জিয়া ছোট ভাইয়ের বাসায় আতিথেয়তা গ্রহণ করলেন। এর মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রী কোনো স্বজনের বাসায় বেড়াতে গেলেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশত্যাগ করেছেন আবদুল হামিদ, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

খবরের দেশ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।...