26 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

ছাত্র ও তরুণ রাজনীতিবিদদের প্রতি সতর্কবার্তা মারুফ কামাল খানের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্ররা ইতোমধ্যেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সবশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতেও অগ্রণী ভূমিকা ছিল রাজনীতিতে আসা এসব ছাত্রদের। অনেক ক্ষেত্রে এসব তরুণ দলের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিএনপি-জামায়াতসহ বাকিরা তাদের অ্যাকশন নির্ণয় করছেন। যা নিয়েই এবার তরুণ ছাত্র রাজনীতিবিদদের সতর্ক করলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র রাজনীতিবিদদের সতর্কতামূলক পরামর্শ দেন মারুফ কামাল খান।

পোস্টে মারুফ কামাল খান লিখেন, ‘একটা সময় এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল প্রধান অ্যাক্টর। তারা অ্যাক্ট করতো আর বাদ বাকি সবাই তাদের অ্যাকশনের ব্যাপারে রিঅ্যাক্ট করতো। ফলে তাদের প্রতিদ্বন্দ্বীকেও অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে পরিচিত হতে হতো। রাজনীতিতে কোনো দল প্রধান অ্যাক্টর হলে তারা প্রধান ফ্যাক্টরও হয়ে ওঠে।’

আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে এখন প্রধান অ্যাক্টর কারা সেই প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘এখন রাজনীতিতে মেইন অ্যাক্টর কারা? চব্বিশের অভ্যুত্থানের ছাত্র-তরুণেরা কি প্রধান অ্যাক্টর হয়ে উঠছেন? বিএনপি-জামায়াত সহ বাকি দলগুলোকে কি তাদের কর্মকাণ্ড ছাত্র-তরুণদের করা অ্যাকশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্ণয় করতে হচ্ছে?’

এরপর ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি লিখেন, ‘তাহলে তো ক্রমে তারা অপ্রধান হয়ে যাবেন। কাজেই রাজনীতিতে তাদের নিজেদের পথরেখা স্পষ্ট করতে হবে এবং নেতা-কর্মী-সমর্থকের বাইরে ব্যাপক জনমতকে সেদিকে টেনে আনতে হবে।’

পোস্টের শেষাংশে মারুফ কামাল খান লিখেছেন, ‘প্রধান অ্যাক্টর হবার একটা বড় ঝুঁকি বা বিপদ আছে। যারা প্রধান অ্যাক্টর হয় তারা ফ্যাসিবাদী বা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। ছাত্র-তরুণদের সেটা মাথায় রাখতে হবে।’

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

  খবরের দেশ ডেস্কঃ দেশের সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব...